আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:১০

হবিগঞ্জে মাঠে সেনাবাহিনী, কঠোর সতর্কতা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২০, ০৪:০০ অপরাহ্ণ
হবিগঞ্জে মাঠে সেনাবাহিনী, কঠোর সতর্কতা

লিটন পাঠান, মাধবপুর:: সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা নিশ্চিত করণে মাঠে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জে মাঠপর্যায়ে সেনাবাহিনীর টহল শুরু হয়।

মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন ও হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য সেনাবাহিনীর প্রচারাভিযান করেন।

দুপুরে মাধবপুর বাজারে মাধবপুরে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আশিক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সামাজিক সচেতনতার লক্ষ্যে মাইকিং করে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে হাটে আসা লোকজনকে অবহিত করেন।

হাটবাজারে সামাজিক দুরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা, দ্রুত কাজ সেরে বাসায় ফেরা, অহেতুক ঘোরাফেরা না করা, মুখে মাস্ক পরিধান করা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান তবে এর আগে ক্যাপ্টেন আশিক উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ, উপজেলা সহকারী (ভূমি) আয়েশা আক্তার,থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম এর সাথে মত বিনিময় করেন।

আরও পড়ুন:  মৃত চিকিৎসক দেন টেস্টের রিপোর্ট !

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১