সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মৃত্যুর মিছিলে আরও ৩৭ জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২০, ০৬:০৩ অপরাহ্ণ
মৃত্যুর মিছিলে আরও ৩৭ জন

সিলেটের বার্তা ডেস্ক:: দেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩৭ জন।

এই সময়ে ১৬ হাজার ৪৩৩ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ৩ হাজার ৪৬২ জনের শরীরে।

এই নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৮২ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। আর নতুন ২ হাজার ৩১ জন নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ হাজার ৬৬৬ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.০৭ শতাংশ; আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.২৯ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৪৯ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ২৮ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, খুলনা কিভাগের সাতজন, রাজশাহী বিভাগের ছয়জন এবং বরিশাল ও রংপুর বিভাগের একজন করে।

তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৪ জনের, বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের।

বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে; ৬১-৭০ বছরের মধ্যে রয়েছেন নয়জন, আটজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। ২১-৩০ ও ৩১-৪০ বছরের মধ্যে রয়েছে দুজন করে এবং একজনের বয়স ১১-২০।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৭৪৯ জনকে, ছাড় পেয়েছেন ৫১৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ১৫৮ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৬৩১ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৮১৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৯৬০ জন।

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০