সিলেট বিভাগের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর ‘প্রিয় ক্যাম্পাস সম্মেলন’ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।
জামিয়ায় পড়ুয়া শিক্ষার্থী, ফাজিল, হাফেজদের নিয়ে এক মিলনমেলা করার উদ্দেশ্যে অনলাইনভিত্তিক গ্রুপ ‘প্রিয় ক্যাম্পাস’ এই অনুষ্ঠানটির আয়োজন করেছে।
জামিয়ার মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন এক ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের সম্মেলনে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন।
সম্মেলনের শৃঙ্খলার স্বার্থে আয়োজক কমিটি গুগল ফরমের মাধমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে দেশবিদেশ থেকে এ পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নাসিহাহ পেশ করবেন জামিয়ার মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা শরিফ মুহাম্মদ।