আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৫৮

মাধবপুরে পাইপলাইন ফুটো হয়ে গ্যাস বন্ধ ৩ ঘন্টা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ণ
মাধবপুরে পাইপলাইন ফুটো হয়ে গ্যাস বন্ধ ৩ ঘন্টা

জেলার মাধবপুর উপজেলায় পাইপলাইন ফুটো হয়ে প্রায় তিন ঘণ্টা সময় ধরে বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

 

শুক্রবার (১৬ মে) বিকেলে লাইন মেরামতের পর প্রতিষ্ঠানগুলোয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড শাহজিবাজার অঞ্চলের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ।

এতে প্রায় তিন ঘণ্টা ধরে ২০টি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে লাইনটি স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়েছে।

 

জুনাইদ আহমেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চলাকালে দুপুরে যন্ত্রের আঘাতে শাহপুর থেকে জগীশপুরমুখী পাইপলাইন ফুটো হয়ে যায়। সেখানে লিকেজ দিয়ে গ্যাস বের হতে থাকে। পরে ছয়ফুট পাইপ লাগিয়ে লিকেজ অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন:  হবিগঞ্জে মাটিচাপায় সেনা সদস্য নিহত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০