আজ বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৮:০৭

সিলেটে ভ্যাকসিন নিলেন আরও ২ হাজার ৪৭ জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ
সিলেটে ভ্যাকসিন নিলেন আরও ২ হাজার ৪৭ জন

সিলেটে মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন আরও ২ হাজার ৪৭ জন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ২টি টিকাকেন্দ্রে তারা এই ভ্যাকসিন গ্রহণ করেছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ১২টি, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতালে ১টি ভ্যাকসিন নেন তারা।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে শনিবার (২০ ফেব্রুয়ারি) করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন মোট ২ হাজার ৪৭ জন।

এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৮০১ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ২২ ও নারী ৭৭৯ জন।

অপরদিকে, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৪৬ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ১৫৮ ও নারী ৮৮ জন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন:  সিলেটের বার্তার উপদেষ্টা মণ্ডলীর নববর্ষের শুভেচ্ছা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০