সিলেটে মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন আরও ২ হাজার ৪৭ জন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ২টি টিকাকেন্দ্রে তারা এই ভ্যাকসিন গ্রহণ করেছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ১২টি, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতালে ১টি ভ্যাকসিন নেন তারা।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে শনিবার (২০ ফেব্রুয়ারি) করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন মোট ২ হাজার ৪৭ জন।
এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৮০১ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ২২ ও নারী ৭৭৯ জন।
অপরদিকে, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ২৪৬ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ১৫৮ ও নারী ৮৮ জন।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।