সিলেটের বার্তা ডেস্ক:: মোবাইল ফোনে কল দিয়ে করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক করোনা আক্রান্ত শফিউল আলম চৌধুরী নাদেলের খোঁজ নিলেন পররাষ্টমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
এসময় তিনি নাদেলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার আহবান জানান।
গত কয়েকদিন থেকে শরীরে (জ্বর, কাশি) করোনা ভাইরাসের এমন উপসর্গ দেখা দেয়ায় বুধবার করোনা টেস্ট করান নাদেল। বৃহস্পতিবার করোনা টেষ্টের রিপোর্ট পজেটিভ আসে।
বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। শফিউল আলম চৌধুরী সিলেটসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।