আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে রাতে সিলেট ছাড়বে জমিয়তের অর্ধশত গাড়ীর বহর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৩:১১ অপরাহ্ণ

সিলেটের বার্তা ডেস্ক:: আজ বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় অর্ধশত গাড়ীর বহর ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জমিয়তের একাধিক নেতা।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন আগামীকাল শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিলেটসহ সারা দেশে জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ ১৫ বছর মাঠে এরকম বড় ধরণের সম্মেলন করার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলনে যোগ দিতে সিলেটের বিভিন্ন উপজেলা ও মহানগরের জমিয়ত নেতৃবৃন্দ গাড়িবহর নিয়ে আজ রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, ২০০৫ সালের এপ্রিলে পল্টনে জাতীয় সম্মেলন হয়েছিল। এরপর এভাবে বড় ধরণের কোন সমাবেশের সুযোগ পাওয়া যায়নি। দীর্ঘ ১৫ বছর পর ১৪ ফেব্র“য়ারি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে সুযোগ পাওয়ায় সিলেট বিভাগের নেতাকর্মীরা আনন্দ উৎসাহ নিয়ে ঢাকায় অংশগ্রহণ করবেন। আজ বৃহস্পতিবার রাত ১১টায় হুমায়ূন রশিদ চত্ত্বর থেকে কর্মী সম্মেলনে আমাদের ঢাকাগামী গাড়ি ছাড়া হবে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও মহানগরের দায়িত্বশীলদের কাছে রাত সাড়ে ১০টায় হুমায়ূন রশিদ চত্তরে জমায়েত হওয়ার আহ্বান করা হয়েছে। প্রতিটি গাড়িতে একজন করে জিম্মাদার থাকবেন।

কর্মী সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে সিলেট জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। তার সাথে রয়েছেন, সিলেট জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক ইয়াহইয়া হামিদী, সাবেক জেলার সহ সভাপতি এমাদ উদ্দিন সালিম।

প্রতিমধ্যে কোন অসুবিধা দেখা দিলে সাথে সাথে সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান ও মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামানের কাছে যোগাযোগ করতে বলা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০