আজ রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা থেকে বাঁচতে যা করবেন, দেখালেন প্রধানমন্ত্রী (ভিডিওসহ)

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ১০:৩৮ অপরাহ্ণ
করোনা থেকে বাঁচতে যা করবেন, দেখালেন প্রধানমন্ত্রী (ভিডিওসহ)

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের ছোঁবল পড়েছে বাংলাদেশে। ইতোমধ্যে একজন বৃটিশ বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে হাঁচি-কাশি দেয়ার সময় মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এক্ষেত্রে হাতের তালু ব্যবহার না করে বাহুর দিকটা এগিয়ে এনে নাক-মুখ ঢাকার কথা বলেছেন তিনি।

সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাঁচি-কাশি দেয়ার সময় কীভাবে নাক-মুখ ঢাকা দরকার সেটি দেখিয়ে দেন তিনি।

তিনি বলেন, হাতটা (হাতের তালু) পরিষ্কার রাখতে হবে। এই জীবাণু প্রতিরোধে হাতটা পরিষ্কার রাখা খুবই জরুরি।

বাইরে থেকে আসার পর হাত ভালোভাবে ধুয়ে ফেলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন তখন হাত মুখে লাগানো কিংবা তড়িঘড়ি করে হাত না ধুয়ে খাবার খাওয়া ঠিক হবে না।

এদিকে, জনগণ যেন ঝুঁকির মুখে না পড়ে, তাই মুজিববর্ষ উদযাপনে সব কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। বলেন, বিশ্বজুড়ে সমস্যার কারণে আমন্ত্রিত অতিথিরাও মুজিববর্ষের অনুষ্ঠানে আসতে পারছেন না। জনগণের কল্যাণ আগে উদযাপন পরে। তাই আনুষ্ঠানিকতা করা হবে জনগণকে ঝুঁকিমুক্ত রেখে।

সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর পাশাপাশি দেশের প্রত্যেক জেলার হাসপাতালগুলো করোনা মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে। ঝুঁকি কমাতে কিছু দেশের সাথে অনলাইন ভিসা প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। অহেতুক মাস্ক পরা ও বেশি বেশি মাস্ক-স্যানিটাইজার না কেনারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধ ও প্রতিকারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ঢাকার তিনটি হাসপাতাল ও জেলা-উপজেলার হাসপাতাগুলো প্রস্তুত রেখেছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের কাছে জনগণের কল্যাণ সবচেয়ে বড়। আমরা উদযাপন করবো, কিন্তু উদযাপনটা একটু ভিন্নভাবে হবে। লোকসমাগম যাতে কম হয়, সেদিকে দৃষ্টি রেখে উদযাপন করবো। আমরা চাই, কোনোভাবে জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। যেহেতু বিশ্বব্যাপী এটা ছড়িয়েছে, সেখানে দেশের মানুষের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে।

প্রধানমন্ত্রী বলেন, ‘অহেতুক মাস্ক পরার দরকার নেই। কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অনেকেই পাগল হয়ে মাস্ক কিনছে। এটা দরকার নেই। শুধু যাদের সর্দি-কাশি আছে তাদের সাবধানে থাকতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা বিশাল আকারে করার উদ্যোগ নিয়েছিলাম। যেখানে লাখ লাখ মানুষ জমায়েত হবে। কিন্তু আমরা জমায়েতগুলো বন্ধ করে দিয়েছি। এমনকি ২৬ মার্চ শিশুদের যে অনুষ্ঠান আমরা করি, সেটাও স্থগিত করে দিয়েছি; যাতে কোনোভাবে এটা মানুষের ক্ষতি করতে না পারে। তবে আমরা অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখবো। পুষ্পমাল্য অর্পণ ও টুঙ্গিপাড়ায় শিশুদের অনুষ্ঠান সীমিত পরিসরে করবো।’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০