সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের কৃতী সন্তান, বিশিষ্ট অঅর্থনীতিবিদ, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সংবর্ধনা আজ বুধবার।
কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি প্রকল্প-২ এর উপ পরিচালক কৃষিবিদ গৌর গোবিন্দ দাশ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ।
এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সহ-সভাপতি সৈয়দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ।