আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এক যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ অস্ত্র

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ
এক যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ অস্ত্র

একনলা বন্দুক, দু’টি পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি ও ছয়টি ছুরিসহ রাবেল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ ও সেনা সদস্যরা।

ধৃত রাবেল মিয়া জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।

জানা যায়, জগন্নাথপেরের ইসহাকপুর গ্রামে সম্প্রতি এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ টিম বুধবার ভোররাতে ইসহাকপুর গ্রামে অভিযান চালায়।

এসময় ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়া (২২)কে একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরিসহ আটক করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা (নং-০৯) রুজু করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০