নিজস্ব প্রতিবেদক:: আজ রবিবার বিকেল ৫টার পর ওষুধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক।
এই নির্দেশনার ব্যাপারে ব্যবসায়ী মহলসহ জনসাধরণকে সচেতন করার লক্ষে আজ রবিবার বিকেলেই মাঠে নামেন সিলেট মহানগর পুলিশের একাধিক টিম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম এর নেতৃত্বে জিন্দাবাজার, বন্দর, সুরমা পয়েন্ট, তালতলা মোর, লামাবাজার রোড, রিকাবী বাজার, মদিনা মার্কেট, মেডিকেল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চালানো হয় প্রচারণা।
এসময় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করতে এবং সড়কের সামনে, অলিগলি ঘেষে যারা অযথা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরও বাসায় চলে যাওয়ার অনুরোধ করছেন।