আজ রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মসজিদের মাইকে এলান, ঘরে যোহর পরার আহবান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ১২:২৯ অপরাহ্ণ
মসজিদের মাইকে এলান, ঘরে যোহর পরার আহবান

সিলেটের বার্তা প্রতিবেদক:: আজ শুক্রবার জুমার দিন। বেলা সোয়া ১২টার দিকে মসজিদের মাইক থেকে ভেসে আসছে জরুরী ঘোষণা।

জুমার নামাজে না মসজিদে না এসে, নিজ নিজ বাসাবাড়িতে জুমার নামাজের পরিবর্তে যোহর আদায় করে নিতে।

সিলেট নগরীর শিবগঞ্জবাজার জামে মসজিদ, সৈয়দ হাতিম আলী জামে মসজিদসহ একাধিক মসজিদে এই জরুরী ঘোষণা করতে শুনা যায়।

মসজিদের মাইক থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুমার জামাতে ১০জনের বেশী না হওয়া । মরণব্যধি করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে জনসমাগম এড়াতে সকলের প্রতি এই আহবান করা গেল।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০