আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্ত ১১২, ৬৬জনই ঢাকার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০, ০৪:৩৪ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত ১১২, ৬৬জনই ঢাকার

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা -ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১২জন।

আক্রান্তদের ৬৬জনই ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ সময় তিনি আরো জানান, নতুন আক্রান্তের ৭০ জন পুরুষ এবং বাকিরা নারী। ২৪ ঘণ্টায় সর্বমোট ১০৯৭ নমুনার পরীক্ষা করা হয় তাতে ১১২ জনের করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তিনি ষাটোর্ধ্ব একজন পুরুষ।
এরআগে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিশ্চিত করেন বাংলাদেশে গত ২৪ ঘণ্টার নতুন করে মরণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০