
যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে নেতৃত্বে আনুগত্যবোধ ও আদর্শ কর্মী গঠনে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ দলীয় কার্যালয়ে শাখার সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল ও প্রশিক্ষণ সম্পাদক হাফিজ কামরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন।
তিনি তাঁর আলোচনায় ভারতবর্ষে জমিয়তের ইতিহাস, উলামায়ে কেরামদের নেতৃত্ব, মুক্তিযুদ্ধে আলেমদের ভূমিকাসহ নানা বিষয়ে অত্যন্ত তাত্বিক স্বনির্ভর আলোচনায় উপস্থিত কর্মীদের মনে প্রাণসঞ্চার করেন।
যুব জমিয়ত প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও যুব সমাজের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন যুব জমিয়ত বাংলাদেশ এর সাবেক সহ সভাপতি সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।
ইসলামি সংগঠনে কর্মীদের আনুগত্য বিষয়ে আলোচনা পেশ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ সভাপতি মুফতি সৈয়দ শামিম আহমদ।
ইসলামী রাজনীতিতে আদর্শ কর্মীর গুরুত্ব নিয়ে আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক
মাওলানা বিলাল আহমদ।
কর্মশালায় জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার দায়িত্বশীল ও জমিয়ত এবং ছাত্র জমিয়ত দায়িত্বশীলবৃন্দের অংশ গ্রহণে গুরুত্বপূর্ণ হয়ে উঠে প্রশিক্ষণ কর্মশালাটি।