আজ বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৩:৫৫

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: মাওলানা নজরুল ইসলাম 

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ণ
দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: মাওলানা নজরুল ইসলাম 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও সিলেট-৩ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম বলেছেন, সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারের নামে টালবাহনা না করে এবং সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগন আর দিনের ভোট রাতে দিতে চায়না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার, কিন্তু বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল। তাই এখন দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করতে হবে।

১৯ জুন বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের হলরুমে ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার ইউনিয়ন ও ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা নজরুল ইসলাম আরও বলেন, সিলেট-৩ আসনে জমিয়ত যাকেই প্রার্থী দেয় না কেন। আপনারা সবাই খেজুরগাছ প্রতীকের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাপিয়ে পড়তে হবে।

শাখা সভাপতি শফিউল আলম তুহিন এর সভাপতিত্বে এবং শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ হুসাইন এবং সাহিত্য সম্পাদক মাহমুদ আমীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন শাখার সভাপতি শফিউল আলম তুহিন, শাখার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন শাখার সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ হুসাইন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

এসময় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাহিত্য সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সাজিদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সহ সভাপতি লুকমান হাকিম, মহানগর জমিয়তের সাবেক সহ প্রচার সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট সিনিয়র রিপোর্টার মাওলানা আতিকুর রহমান নগরী, জেলা দক্ষিণে ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।

এসময় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ক্যাম্পাস শাখার প্রতিনিধিরা নিজ নিজ শাখার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, এবং উপজেলা শাখার প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে সদা সরব থাকার প্রতিশ্রুতি দান করেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১