আজ বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৪:১৪

সিলেটে হোটেল থেকে ১০ নারীপুরুষ আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৫, ০৬:২৭ অপরাহ্ণ
সিলেটে হোটেল থেকে ১০ নারীপুরুষ আটক

সিলেট নগরীতে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ জুন) বিকেল ৫টায় দক্ষিণ সুরমার আল-তকদির আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী ও তিন পুরুষকে আটক করে ডিবি।

আটককৃতরা হলেন- নুপুর আক্তার (২৮), রুনা আক্তার (২৭), জলি খাতুন (২১), চাম্পা বেগম (৩২), মোঃ শামিম আহমেদ (২৫), সাজু মিয়া (২৪) ও সুজিত দাস (৫০)।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। অপরদিকে একই দিন রাত সাড়ে ৯টায় কোতোয়ালী থানাধীন ওসমানী মেডিকেল রোডস্থ রজনীগন্ধা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে ডিবি।

তারা হলেন- আমিনুল ইসলাম (২৮), বাদশা মিয়া (২৪, হোটেল ম্যানেজার) ও মর্জিনা আক্তার (২২)।

এ ঘটনায় কোতোয়ালী থানায় আরেকটি মামলা হয়। এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১