সিলেটের বার্তা ডেস্ক::দেশে বরেণ্য আলেম, খলিফায়ে মাদানী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে সিলেট আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ১০ম তলায় চিকিৎসা গ্রহণ করছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী এ তথ্য নিশ্চিত করেছেন।
আলামা আব্দুল মোমিন শায়েখে ইমামবাড়ির ছেলে মাওলানা এমদাদুলাহর বরাতে তিনি জানান, গত পরশু রাতে আলামা আব্দুল মোমিন শায়েখে ইমামবাড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শায়খে ইমামবাড়ির অসুস্থতার খবর শুনে গতকাল শুক্রবার বিকেলে মাউন্ট এডোরায় যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শনিবার সকালে দেখতে যান, সাবেক এমপি জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সহ সিলেটের শীর্ষ ওলামায়ে কেরামগণ। তারা হুজুরের সুস্থতা কামনা করেন।
এদিকে আলামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির সুস্থতা কামনা করে সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান প্রমুখ।