আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৫

মাধবপুরে মাতৃভাষা দিবস পালিত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২০, ০৬:২৫ অপরাহ্ণ
মাধবপুরে মাতৃভাষা দিবস পালিত

মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক সংগঠন গুলো।

শুক্রবার ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অায়েশা অাক্তার ও পরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংগঠন, মাধবপুর থানা পুলিশ এবং অাওয়ামীলীগ শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ করেন
এ সময় অমর একুশের কালজয়ী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারি গান বাজানো হয়। এরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ জানান,অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অাজ সারাদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানমালার অায়োজন রয়েছে।

আরও পড়ুন:  মাধবপুরে পুলিশের হাতে গাঁজা ব্যবসায়ী আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭