
সিলেটের বার্তা রিপোর্ট:: সিলেট শহরতলীর খাদিমপাড়া শাহপরান দাসপাড়া এলাকায় অবস্থিত দক্ষিণকাছ হোসাইনিয়া ইসলামিয়া মাদরাসার আন্তর্জাতিক ইসলামি সম্মেলন আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে।
বেলা ১টায় মাহফিলে এসে উপস্থিত হন আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ হাসান আসজাদ মাদানী।
জুমার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত ও খুতবা পেশ করেন তিনি। এরপর নামাজে ইমামতিও করেন।
এসময় মাহফিলের মাঠ ছেড়ে তামাবিল মহাসড়কের মাঝেও মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া কৌড়িয়ার মুহতামিম মাওলানা সৈয়দ মুহসিন আহমদ, দক্ষিণকাছ মাদরাসার মুহতামিম মাওলানা আখতারুল ইসলাম, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ প্রমুখ।