
নিজস্ব প্রতিবেদক:: আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। বাঙালির ত্যাগ ও গৌরবের অনন্য দিন আজ।
ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুই ছুই করছে। এর আগ থেকেই হাতে ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন হাজারো জনতা।
রাত ১২ টার আগে থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানুষের ঢল নামে। প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণী-পেশার মানুষ। রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।
বৃষ্টিতে ভিজেই শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রশাসনিক কার্যালয়-দফতর, নানা শ্রেণী-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। এরমধ্যে উল্লেখযোগ্য- সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, জেলা ও মহানগর দায়রা জজ, সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ।