প্রেসবার্তা:: সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় সারদা হল ক্বিনব্রীজ চত্ত্বর থেকে প্রভাতফেরী শুরু হবে। সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ভোর সাড়ে ৬টায় প্রভাতফেরী শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে।
বিকেল ৩টা থেকে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও পথনাটকের পরিবেশনার মধ্য দিয়ে শহিদ দিবসের কর্মসূচী অনুষ্ঠিত হবে। এছাড়া দিনব্যাপী মুজিব জাহান রেডক্রিসেন্টের সহায়তায় রক্তদান কর্মসূচী পালন করা হবে।
নগ্ন পায়ে কণ্ঠে একুশের গান আর হাতে বর্ণমালা ও ফুল নিয়ে প্রভাতফেরীতে অংশ নিবে নাট্য সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য পরিষদ আয়োজিত একুশের বিভিন্ন অনুষ্ঠানমালা ও প্রভাতফেরীতে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।