প্রেসবার্তা :: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট মহানগর যুবলীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বিকাল ৩ ঘটিকার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান।
উক্ত কর্মসূচিতে অংশ নিতে যথাসময়ে ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি – সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার।