সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে এসে পৌছেছেন বাংলাদেশেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
অন্যান্যের মধ্যে সাবেক জেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, মোস্তাক আহমদ পলাশ, ইসতিয়াক আহমদ, সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আকবর আলী ফখর, কাউন্সিলর রুহিন খান, জেলা স্বেচ্ছাসেক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, সাজলু লস্কর, সুজেল তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সিলেটে পৌছার পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম অসুস্থ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনকে দেখতে যান। এরপর তিনি নগরের মাছুদিঘীর পাড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেন।