আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:২০

বিনা যুদ্ধে সংসারে জয়ী হতে হবে নারীদের: পুলিশ সুপার মুহাম্মদ উল্ল্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০, ০১:০৪ পূর্বাহ্ণ
বিনা যুদ্ধে সংসারে জয়ী হতে হবে নারীদের: পুলিশ সুপার মুহাম্মদ উল্ল্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (পিপিএম, বিপিএম) বলেছেন, নারীদের সংসারে বিনা যুুদ্ধে জয় লাভ করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে সারাদিন বাইরে কাজ করে ঘরে এসে স্ত্রীর সঙ্গে প্রভাব বিস্তার করে। এতে সংসারে অশান্তি সৃষ্টি হয়। নারী নির্যাতনের মত ঘটনা ঘটে। একজন নারী হচেছ সন্তানদের শ্রেষ্ট শিক্ষক মা সচেতন হলে তার ছেলে মেয়েরা ভাল মানুষ হবে, শিক্ষিত হবে। তাই প্রত্যেক মা’র উচিত সন্ধ্যার পর ছেলে মেয়ে বাইরে না থাকে সে দিকে খেয়াল রাখা সকাল বেলা সন্তানদের ঘুম থেকে উঠানো ধর্মকর্ম শিখানো অনেক মা’য়ের সন্তানরা আছে তাদের ছেলে মেয়েরা স্কুলের নাম করে দোকানে গিয়ে আড্ডা মারে। খারাপ ছেলে মেয়েদের সঙ্গে মিশে বিপদগামী হচ্ছে। তিনি বলেন এক শ্রেণীর মা আছেন উঠতি বয়সের ছেলে মেয়েদের সঙ্গে দামি মোবাইল তুলে দিচ্ছেন এতে করে ছেলে মেয়েরা খেলাধুলা না করে মোবাইল ফোনে আকৃষ্ট হচ্ছে। মোবাইল ও ইন্টারনেটের কূফলে সামাজিক অবক্ষয়ে নিজের ভবিষ্যত নষ্ট করছে। সে দিকে সকল মা’দের খেয়াল রাখা প্রয়োজন তিনি বুধবার দুপুরে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা পুলিশ বেসরকারী উন্নয়ন সংস্থা আশা ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ,নারী নির্যাতন রোধ ,আদর্শ সন্তান গঠনে মা’য়েদের ভুমিকা শীর্ষক এক বিশাল মা সমাবেশে এ সব কথা বলেন ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদের সভাপতিত্বে মা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ও মাধবপুর ট্রাফিক জোনের ইম্সপেষ্টর ফারুক আল মামুন ভুইয়া ডিএসবি এসআই মোঃ সাইফুল ইসলাম সুজন, আশার ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী, ডিস্টিক ম্যানেজার কামাল হোসেন, ইউপি সদস্য তপু মিয়া,প্রধান শিক্ষক নুরজাহান বেগম প্রমুখ
পুলিশ সুপার বলেন , হবিগঞ্জ জেলা একটি বৈচিত্র্যময় ভুমি প্রকৃতি রয়েছে। এখনকার মানুষ সহজ সরল ও আবেগ প্রবন। এই আবেগ কে ভাল কাজে লাগাতে হবে। এক সময় এই জেলায় দাঙ্গা প্রবন এলাকা ছিল। দাঙ্গার ও ঝগড়ার কারনে বহু মামলা ছিল। গত এক বছরে পুলিশের মোটিভেশন ও বিট পুলিশিংয়ের মাধ্যমে ৬ শ ৭১ টি মামলা নিষ্পিত্তি করা হয়েছে।

আরও পড়ুন:  সিলেটে লকডাউনের খবরে বাজারে ভীড়

কিন্তু নারী নির্যাতন মামলা এখনো কমছে না। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করছে। তিনি অপরাধ কর্মকান্ডে ছেলে মেয়েদের উসকে না দেওয়ার আহ্বান জানান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১