নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্টানকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কদমতলী পয়েন্টে পাঞ্জাখানা রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাসি খাবার ফ্রিজে রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রেষ্টুরেন্টের রান্নাঘরের অবস্থা নাজেহাল, টের্ড লাইন্সেস এর মেয়াদ না থাকার কারনে মোট ৪টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।
কদমতলী পাঞ্জাখানা রেষ্টুরেন্টকে ২০ হাজার ও আরো অন্যান্য ভূষিমালের দোকানের টের্ড লাইসেন্স না থাকায় ৫ হাজার, ৫ হাজার ও আরেকটি দোকানে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন সিলেটের বার্তাকে জানান, আমাদের অভিযান চলমান থাকবে।
টের্ডলাইন্সে মেয়াদ উত্তীর্ণ খাবারসহ যে কোনো সময় অভিযান চলবে কিছু দিন আগে একই হোটেলে দাম বেশি রাখার দায়ে একজন কাস্টমার ভোক্তা অধিকার আইনে অভিযোগ প্রমাণিত হওয়াতে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।