জামিয়া আঙ্গুরার কৃতি ছাত্রদের বৃত্তি প্রদান করছেন
আঙ্গুরা মুহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দ।

বিয়ানীবাজার উপজেলার জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার টাইটেল ক্লাসে মেধা তালিকাভুক্ত কৃতি ছাত্রদের সম্মাননা ও বৃত্তি প্রদান করেছে আঙ্গুরা মুহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্ট।
গতকাল মঙ্গলবার জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলনে জামেয়ার টাইটেল ক্লাসে যাঁরা মেধা তালিকাভুক্ত হয়ে গৌরব অর্জন করেছেন তাদেরকে আঙ্গুরা মোহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামিয়ার মহাপরিচালক আল্লামা শায়খ জিয়াউদ্দিন, নির্বাহী মুহতামিম মাওলানা ফারুক আহমদ, শায়খুল হাদিস মুফতি মুজিবুর রহমান,
মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আসাদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা বেলাল আহমদ ইমরান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জয়নাল আবেদীন ট্রাস্টের সভাপতি সুলতান মাহমুদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, কোষাধক্ষ্য জুবের আহমদ, কুড়ার বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, জামিল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমেদ, স্বপন আহমেদ, নিপু, জাহেদ আহমেদ, রুহেল আহমদ,জামাল আহমেদ, ফ্রান্স প্রবাসী বোরহান উদ্দিন, সোহেল আহমদ, টনি আহমেদ প্রমুখ।