সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক পলাতক আসামি ও এক মাদকবিক্রেতা আটক করেছে র্যাব-৯।
র্যাব জানায়, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ – এর একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার কদমতলীর ‘স্বর্ণশিখা’ পলাতক আসামি মাসুদ আহমেদ (২৯)-কে গ্রেফতার করেছে। মাসুদ ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
মাসুদকে পরে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল দুপুরে র্যাবের আরেকটি দল জকিগঞ্জ থানার ধলিগাঁও গ্রাম থেকে ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আইনুল হক (৩৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করে। আইনুল জকিগঞ্জের খাপনাগ্রামের মৃত মহদ্দছ আলীর ছেলে।
আইনুলকে পরে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।