আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:১৬

তাহিরপুরে পতাকাবৈঠকে চোরাচালান, নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০২:৩২ অপরাহ্ণ
তাহিরপুরে পতাকাবৈঠকে চোরাচালান, নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা

তাহিরপুরে বিজিবি-বিএসএফ'র জরুরি পতাকাবৈঠক

সিলেটের বার্তা ডেস্ক:: দুই দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট ব্যাটালিয়নের অধিন্যাস্থ চারাগাও বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্তের মেইন পিলার ১১শ ৯৫ এর সাব পিলার ৪ এর নিকট থেকে বাংলাদেশের ১৫০ গজ অভ্যান্তরে চারাগাঁও এলসি পয়েন্টে প্রায় দুই ঘন্টা ব্যাপী দুই দেশের মধ্যে এ পতাকা বৈঠক অুষ্টিত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারি। অপরদিকে ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্র।

পতাকা বৈঠকে দুই দেশের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক ষ্টাফ অফিসার মেজর মাহবুবুর রহমান, ট্যাকেরঘাট কম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ, বিরেন্দ্র নগর কম্পানী কমান্ডার সুবেদার মো. আইয়ূব খান, বাংগালভিটা কম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. ফজলুল হক, চারাগাও বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান, বালিয়াঘাট বিওপি কমান্ডার হাবিলদার মিলন ইয়ার চৌধুরী, মাটিরাবন্ধ বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান, অফিস সহকারী নায়েক মো. শফিউল আলম, ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড এসএইচ সুমন শাহ, ডিপোটি কমান্ড্যান্ট ষ্টাফ অফিসার এসএইচ ভানসি লাল, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ষ্টাফ অফিসার এসএইচ নিমিশ কুমার, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এসএইচ অজিৎ সিং, ইনসপেক্টর এবাটর সিং, এএসআই বিজায় আর্টি, এইচসি ক্যাপ্টেন আলী, এইচসি পানসি লাল, এইচসি সুভাস চন্দ্র, সিটি বিনোদ কুমার, সিটি মন্টু সিং, সিটি রুপ সিং ম্যানা, সিটি মন্টু সিং, সিটি সত্যজিৎ বিশ্বাস প্রমুখ।

পতাকা বৈঠক শেষে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারি সাংবাদিকদের জানান, দুই দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

আরও পড়ুন:  জগন্নাথপুরে ১৩ কোটি টাকা ব্যয়ে 'হাতিরঝিল' নলজুর সেতুর কাজ শুরু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১