
সিলেটের বার্তা রিপোর্ট:: সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ।
আটক আব্দুল হালিম সুনামগঞ্জের তাহিরপুর থানার ইসলামপুরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
গতকাল সোমবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে এক লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মশিউর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। পরে জড়িতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।
গতকাল সোমবার আব্দুল হালিমকে সুরমা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে নগরীর খারপাড়ায় ৬৯/১নং বাসায় বসবাস করছিলেন।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আব্দুল হালিম চিহ্নিত দুর্ধর্ষ ছিনতাইকারী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে