আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:১৯

সুরমা মার্কেট এর সামন থেকে ছিনতাইকারী হালিম গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৯:৪৬ অপরাহ্ণ

সিলেটের বার্তা রিপোর্ট:: সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ।

আটক আব্দুল হালিম সুনামগঞ্জের তাহিরপুর থানার ইসলামপুরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

গতকাল সোমবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে এক লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মশিউর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। পরে জড়িতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।

গতকাল সোমবার আব্দুল হালিমকে সুরমা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে নগরীর খারপাড়ায় ৬৯/১নং বাসায় বসবাস করছিলেন।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আব্দুল হালিম চিহ্নিত দুর্ধর্ষ ছিনতাইকারী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে

আরও পড়ুন:  কিশোরীকে 'ধর্ষণ-ব্ল্যাকমেইল' সিলেটে ইউটিউবার আল আমিন গ্রেফতার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০