সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট ও মৌলভীবাজার থেকে র‍্যাবের হাতে আটক ২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৫:৩৮ অপরাহ্ণ
সিলেট ও মৌলভীবাজার থেকে র‍্যাবের হাতে আটক ২

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা ও মৌলভীবাজারে জুড়ী থেকে র‌্যাবের হাতে এক পলাতক আসামি ও এক মাদককারবারি আটক হয়েছন।

র‌্যাব জানায়, দক্ষিণ সুরমার রেল স্টেশন মাদক মামলার ১ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।   গতকাল ১৭ ফেব্রুয়ারি র‌্যাব-৯-এর একটি দল দক্ষিণ সুরমার রেল স্টেশন এলাকা হতে মাদক মামলার পলাতক আসামি মো. রাজু মিয়া (২৫)-কে গ্রেফতার করেছে।
রাজু বি-বাড়িয়া জেলার  নবীনগর থানার গোপালপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।  সে দক্ষিণ সুরমার লাউয়াইস্থ জামাল মিয়ার কলোনিতে বসবাস করতো।  পরে গ্রেফতারকৃত রাজুকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মৌলভীবাজার জেলার জুড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গতকাল বিকেলে র‌্যাবের অপর একটি দল জুড়ী থানার দক্ষিণ সাগরনাল গ্রাম থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ও ২টি সিমসহ ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মো. কামরুল ইসলাম (২৪) জুড়ী থানার দক্ষিণ সাগরণাল গ্রামের মো. আব্দুল মন্নাফের ছেলে।  পরে তাকে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১