নিজস্ব প্রতিবেদক:: সিলেটে কর্মরত সাংবাদিকদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানীসহ বিজনেস ক্যাটাগরীতে করা রিপোর্ট, প্রতিবেদন, ভিডিওচিত্র, ফিচারসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমন তথ্য জানিয়েছেন চেম্বারের সহ সভাপতি মো. তাহমিন আহমদ।
সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে চেম্বার সভাপতি মো. আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেট সিটি করপোরেশন এর মাধ্যমে ব্যবসায়ীক ট্রেড লাইসেন্স পেতে হলে ওই ব্যবসায়ীকে সিলেট চেম্বারের সদস্য হতে হবে’।
মঙ্গলবার দুপুরে চেম্বার কনফারেন্স হলে বৃহত্তর সিলেটের সাংবাদিকদের অভিভাবক সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্য, প্রবাসী বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া শুক্রবার সিলেট নগরীতে মার্কেট খোলা রাখার ব্যাপারেও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মুশফিক জায়গিরদার প্রমুখ।