নিজস্ব প্রতিবেদক:: নগর পুলিশের জালালাবাদ থানায় ৯৬ বোতল মদ রেখে পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী।
জালালাবাদ থানাধানী কুড়িরগাঁও থেকে মদ জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে মদ বিক্রির সাথে জড়িত দুজন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িরগাঁও পাকা ব্রিজ সংলগ্ন বেত বাগান থেকে ৯৬ বোতল অফিসার্স চয়েস মদ জব্দ করা হয়। এ সময় জালালাবাদ থানার মগলগাঁওয়ের মৃত হানিফ আলীর চেলে মান্নান (৩৫) ও কালিগাঁওয়ের মৃজ জফির মিয়ার ছেলে শামসুল হক (৪২) পালিয়ে যান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, পলাতকদের বিরুদ্ধে মামলা হয়েছে।