আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৫৭

আবিদা সুলতানা কানাইঘাটে প্রথম নারী ভূমি কর্মকর্তা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ১০:০৭ অপরাহ্ণ
আবিদা সুলতানা কানাইঘাটে প্রথম নারী ভূমি কর্মকর্তা

কানাইঘাটে প্রথম নারী ভূমি কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা সুলতানা।

সিলেটের বার্তা ডেস্ক:: কানাইঘাটে প্রথম নারী ভূমি কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা সুলতানা।
গত ১৩ ফেব্রুয়ারি কানাইঘাটে তিনি যােগদান করেন। এই প্রথম কানাইঘাট ভূমি অফিসে নারী কর্মকর্তা হিসেবে আবিদা সুলতানাকে পেল।
জানা গেছে, এর আগে আবিদা সুলতানা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেষ্ট হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলী হয়ে ১১ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে যােগদানের পর তাকে কানাইঘাট উপজেলার ভূমি কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়।

৩৫ তম ব্যাচের বিসিএস ক্যাডার আবিদা সুলতানার গ্রামের বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শালদিঘা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত তার স্বামী ইমতিয়াজ আহমদ খান বৃটিশ কাউন্সিল সিলেট অফিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

দায়িত্ব পালনে নবাগত ভূমি কর্মকর্তা আবিদা সুলতানা স্থানীয় সাংবাদিকসহ সকল মহলের সহযােগিতা কামনা করেছেন। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস থেকে সরকারের প্রদত্ব সকল সেবা কোনো ধরনের হয়রারি ছাড়া দ্রুত পাওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

আরও পড়ুন:  সিলেটে স্কুল শিক্ষিকার মৃত্যু, আত্মগোপনে প্রধান শিক্ষক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭