
এম এ কাদির, বালাগঞ্জ:: বালাগঞ্জের ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন, আব্দুল গফুর একাডেমির ছাত্রী ফাম্মি বেগম ও মুন্নি বেগম। ঘটনাটি আজ সোমবার সকালে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ ফটকের সামনে ঘটেছে।
এ ঘটনায় রিকশা চালক কউছর আলীকে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।
আহতদের তাৎক্ষণিক সুলতান পুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।
জানা যায়, সোমবার সকালে পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মূর্হুতে কেন্দ্রে প্রবেশে অপেক্ষামান পরীক্ষার্থী আব্দুল গফুর একাডেমির ছাত্রী ফাম্মি বেগম ও মুন্নি বেগমকে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত একটি রিকশা ধাক্কা দিলে আঘাত প্রাপ্ত হন।
খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ তাদের দেখতে যান।