আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৫

বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী আহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০২:২৫ অপরাহ্ণ
বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী আহত

ব্যাটারিচালিত রিকশা-ছবি:সংগৃহিত

এম এ কাদির, বালাগঞ্জ:: বালাগঞ্জের ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা হলেন, আব্দুল গফুর একাডেমির ছাত্রী ফাম্মি বেগম ও মুন্নি বেগম। ঘটনাটি আজ সোমবার সকালে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ ফটকের সামনে ঘটেছে।

এ ঘটনায় রিকশা চালক কউছর আলীকে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।

আহতদের তাৎক্ষণিক সুলতান পুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।

জানা যায়, সোমবার সকালে পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মূর্হুতে কেন্দ্রে প্রবেশে অপেক্ষামান পরীক্ষার্থী আব্দুল গফুর একাডেমির ছাত্রী ফাম্মি বেগম ও মুন্নি বেগমকে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত একটি রিকশা ধাক্কা দিলে আঘাত প্রাপ্ত হন।

খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ তাদের দেখতে যান।

 

আরও পড়ুন:  সরঞ্জাম পেয়েছে খাদিমের হাসপাতাল, করোনার চিকিৎসায় প্রস্তত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭