
আন্তর্জাতিক বার্তাঃ মুরগীর গোশত ভক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। পোল্ট্রি মোরগের উপর এমন নিষেধাজ্ঞা আরোপ করল ভারতের অন্ধপ্রদেশের সরকার।
বিগত কয়েকদিনে vvnd ভাইরাস পাওয়ার জন্য কয়েক হাজার পোল্ট্রি মুরগি মারা গেছে। ফলে জলের দরে বিক্রি হয়েছে পোল্ট্রি মুরগির মাংস। মানুষজন ও কম দামে মুরগি পেয়ে কিনেছে জমিয়ে। কিন্তু এই কাজটি ভীষণ ভাবে বিপজ্জনক বলে জানিয়েছেন ডাক্তাররা।
যদিও সরকারের সঙ্গে হাত মিলিয়ে ডাক্তাররা সঙ্ঘবদ্ধ হয়ে এই ভাইরাসে আক্রান্ত মুরগিদের নিকেশ করতে চাইছে এবং রাজ্যের মানুষদের সাবধান করেছেন এই রোগাক্রান্ত মুরগি না খাওয়ার জন্য। কারণ এর ফলে হতে পারে মারাত্মক পরিণতি।