সিলেটের বার্তা ডেস্ক:: ভাষা সৈনিক এবং সিলেট ল কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ আবু আহমদ আব্দুল হাফিজ ও তাঁর সহধর্মিনী মহিয়সী নারী সৈয়দা শাহার বানু স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার বাদ জোহর সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমদ্বয়ের পুত্র, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সচিব, এনটিসি’র সাবেক চেয়ারম্যান এ কে আব্দুল মুবিন পিতা-মাতার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তাদের মাগফিরাতের জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এসময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনিষ্ঠপুত্র পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, কন্যা জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, পুত্র ডেল্টা মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ও আলফা মার্চেন্ট ব্যাংকের চেয়ারম্যান এ এস এ মুইজ (সুজন), ব্র্যাকের সাবেক পরিচালক শিপা হাফিজ, ড. মোমেনের সহধর্মিনী সেলিনা মোমেন, আব্দুল মুহিতের ছেলে শাহেদ মুহিত প্রমুখ।
দোয়া মাহফিলে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নর্থ ইস্ট মেডিকেল কলেজের ভিসি অধ্যাপক ড. আতফুল হাই শিবলী, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সাধারণ সম্পাদক লেখক ও সাহিত্যিক সৈয়দ জগলুল পাশা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এডভোকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর জজ আদালতের পিপি এডভোকেট নওশাদ আহমদ, জিপি এডভোকেট রাজ উদ্দিন, অতিরিক্ত পিপি এডভোকেট মাহফুজুর রহমান, জননিরাপত্তা আদালতের বিশেষ পিপি এডভোকেট সরওয়ার হোসেন চৌধুরী আবদাল, এসডিএফ এর পরিচালক সৈয়দ এফতার হোসেন পিয়ার, বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর আওয়ামী লীগ নেতা সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা দেওয়ান গৌছ সুলতান, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামী লীগ নেতা জুবের খান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার প্রমুখসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।