আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:৪৮

সিলেটে ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০৩:২২ অপরাহ্ণ
সিলেটে ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৪ মে) রাতে স্থানীয় হেতিমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।সিলেট ভ্রমণ প্যাকেজ আটককৃত ছাত্রলীগ নেতার নাম সাহেদ আহমদ।

তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক। জানা যায়, বুধবার রাতে সাহেদ আহমদকে হেতিমগঞ্জ বাজার এলাকায় আটক করে স্থানীয় জনতা।

এসময় তারা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

তিনি জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে।

তাকে বৃহস্পতিবার (১৫ মে) আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  শাবির হলে বর্ণাঢ্য আয়োজন: ফুল দিয়ে শিক্ষার্থী বরণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০