আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:২২

নগরীতে হিউম্যান ওয়াচ এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রেসরিলিজ
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ণ
নগরীতে হিউম্যান ওয়াচ এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

মানবাধিকার সংগঠন হিউম্যান ওয়াচ এর উদ্যোগে শনিবার (১৫ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।

এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ সেবা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক বলেছেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

সমাজ থেকে অন্যায় ও অনাচার দূরীকরণে আমাদের সম্মিলিত প্রচেষ্ঠা প্রয়োজন। তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মই মানুষের অধিকারকে স্বীকৃতি দেয়। কিছু অসৎ ও বিকৃত মানসিকতার মানুষ দুবর্লদের অধিকারকে হরণ করে। তাই আমাদেরকে দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে।

হিউম্যান ওয়াচ এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান মোঃ সাব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হিউম্যান ওয়াচ এর বিশেষ প্রতিনিধি মাওলানা মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন হিউম্যান ওয়াচ এর নির্বাহী পরিচালক ফারুক আহমেদ শিমুল।

 

বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাসির উদ্দীন খান, পরিচালক (আইন) মোঃ ওমর ফারুক, পরিচালক (শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি) ডাঃ দেব দুলাল দে পরাগ, বিশেষ প্রতিনিধি ডাঃ মৃদুল গুপ্ত। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোঃ আরজু মিয়া, আব্দুল বাছিত, আব্দুল্লাহ মোঃ ফয়জুর রহমান।

আরও পড়ুন:  এবারও ওরস হবে না শাজালাল মাজারে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০