আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:০৭

খেলাধুলা তরুণদেরকে অপরাধ থেকে দূরে রাখে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৮:২৮ অপরাহ্ণ
খেলাধুলা তরুণদেরকে অপরাধ থেকে দূরে রাখে

কাজীরগ্রাম ইয়াং ষ্টার স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ৪টায় কানাইঘাট উপজেলার সড়কের বাজারস্থ কাজীরগ্রাম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

উক্ত খেলার প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল।এখন থেকে ভিবিন্ন প্রতিযোগিতা করতে হবে।

খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তুলতে সমাজের সকল পর্যায়ের জনগনকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।

এতে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, সহ-সংকৃতি বিষয়ক সম্পাদক, গিয়াস উদ্দিন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, হাফিজ আহমদ সুজন,কানাইঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, আব্দুল মানিক, দিঘীরপার পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আব্দুল্লাহ বাহার, যুবদল নেতা, মিছবাহ উদ্দিন, আমির আব্দুল্লাহ, আব্দুল কাদীর, ছাত্রদল নেতা, এমরান হুসেন, আলমগীর হুসেন প্রমুখ।

খেলায় নোমান ফুটবল একাদশ ৩-০ গোলে
শাহপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরুষ্কার তুলে দেন অথিতিরা।

আরও পড়ুন:  কোম্পানীগঞ্জে সেতুর রেলিং ভেঙে খালে ট্রাক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭