
আরিফ বিল্লাহ আল্লামা শায়খ আকবর আলী রাহ. এর হাতেগড়া ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট-এর ফুযালা পরিষদের সম্মেলন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত দারুল একামার ৫ম তলায় অনুষ্ঠিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল খায়ের বিথঙ্গলির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফিয মাওলানা আছাদ উদ্দিন।
এতে পরিষদের বহুমুখী কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামেয়ার মুহতামীম হযরত মাশুক উদ্দিন মাওলানা আব্দুর রব সাহেব লন্ডন প্রবাসী, হযরত মাওলানা আতাউল হক জালালাবাদি, হযরত মাওলানা আব্দুল মুসাব্বির জামঢরি, হযরত মাওলানা মুফিজুল ইসলাম, হযরত মাওলানা জামিলুল হক, হযরত মাওলানা উমর ফারুক লন্ডন প্রবাসী, হযরত মাওলানা আবুল খায়ের ছাতকি, হযরত মাওলানা রশিদ আহমদ সুনামগঞ্জি, হযরত মাওলানা আব্দুশ শহিদ, হযরত মাওলানা হাবিবুল্লাহ আসকির, হযরত মাওলানা গিয়াস উদ্দিন, হযরত মাওলানা আব্দুল গাফফার, হযরত মাওলানা আজিজ আহমদ, হযরত মাওলানা যাকরিয়া আহমদ, হযরত মাওলানা মুজ্জাম্মিলুল হক, হযরত মাওলানা জিয়াউর রহমান, হযরত মাওলানা আব্দুল আলিম, হযরত মাওলানা আরশদ নোমান, হযরত মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা মুবারক হুসাইন, হযরত মাওলানা শামসুল ইসলাম, হযরত মাওলানা রাশেদ আহমদ জামেয়ার শিক্ষাক মুফতি রশিদ আহমদ প্রমুখ।