আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:১৪

আইকন সামাজিক ফোরামের বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ণ
আইকন সামাজিক ফোরামের বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

সুন্দর আগামীর সন্ধানে স্লোগানকে সামনে রেখে পথচলা ‘আইকন সামাজিক ফোরাম’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল গনীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সহ ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান নগরী।

সভায় ২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ফোরামের অর্থ ও অফিস সম্পাদক মুহাম্মদ জুনেদ আহমদ।

বাণিজ্য বিষয়ক প্রতিবেদন পেশ করেন বাণিজ্য সম্পাদক ফখরুদ্দিন আহমদ ফাহাদ।

এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফোরামের ডিরেক্টররা।

পরে ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ফোরামের ডিরেক্টর অলিউল্লাহ ও মাহবুবুর রহমান।

ব্যালেট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে হাফিজ মাওলানা হামিদুর রহমান মাদানীকে চেয়ারম্যান, হাফিজ মাওলানা শাহ ইমরানকে ভাইস চেয়ারম্যান ও হাফিজ মাওলানা আব্দুল গনীকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার অলিউল্লাহ।

এছাড়াও অন্যান্য বিজয়ীরা হলেন সহ ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান নগরী, অর্থ ও অফিস সম্পাদক মুহাম্মদ জুনেদ আহমদ, বাণিজ্য সম্পাদক ফখরুদ্দিন আহমদ ফাহাদ ও সমাজ কল্যাণ সম্পাদক মুহা. আবদুল আলীম।

পরিশেষে নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ মাওলানা হামিদুর রহমান মাদানীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন:  সিলেটে জিপিএ-৫ কমলেও মেধায় এগিয়ে মেয়েরা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭