আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৩১

ইউরোপ জমিয়তের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ণ
ইউরোপ জমিয়তের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ-এর এক নির্বাহী বৈঠক লন্ডন ফোর্ড স্কয়ার মসজিদের কনফারেন্স হলে মুফতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গত রবিবার জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ-এর পরিচালনায় সভাটিতে বক্তব্য রাখেন মুফতি জিল্লুল হক, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ মুশাররাফ আলী, মাওলানা মাওলানা মামনুন মহি উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা হাফিজ মুখলিসুর রহমান, মাওলানা আব্দুল আওওয়াল, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আখলাক আহমদ চৌধুরী, মাওলানা মাহফুজ আহমদ, মুফতি কুতুব উদ্দিন, হাফিজ মাওলানা মাওলানা মাসুক আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানি, আলহাজ্জ সায়েস্তা মিয়া, হাফিজ ওয়ালিদ রহমান, মুফতি আব্দুল জব্বার,মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা কামাল উদ্দিন, হাজী আব্বাস মিয়া, হাজী আবুল কালাম, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হেলাল আহমদ, মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ।

বক্তারা বর্তমান মুসলিম উম্মাহর এই নাজুক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তাঁরা সিরিয়ার স্বৈরাচার আসাদ সরকারের বিরুদ্ধে জনগণের বিজয়ে সাধুবাদ জ্ঞাপন করেন। প্রত‍্যেক মুসলমানকে সুন্নতের আলোকে জীবন গড়ার আহ্বান জানান। যতদিন সুন্নত জীবিত থাকবে, মুসলমানদের শৌর্যবীর্য‍্য ততদিন কায়েম থাকবে।

সভায় ইউরোপ জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন মাওলানা জুনাঈদ আহমদ, মাওলানা ইমদাদ হোসেন মাহফুজ ও মোহাম্মদ আবু সুফিয়ান।

আরও পড়ুন:  বালাগঞ্জে ফেসবুকে যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১