আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:১৮

নজরুল হলো বর্তমান যুবকদের এন্টিবায়োটিক: কবি আব্দুল হাই শিকদার 

আশিকুর রহমান, শাবি প্রতিনিধি
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ
নজরুল হলো বর্তমান যুবকদের এন্টিবায়োটিক: কবি আব্দুল হাই শিকদার 

নজরুলের রচনা পড়ে মানুষ অতি মানব হয়ে উঠে। নজরুল হলো বর্তমান যুবকদের এন্টিবায়োটিক। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুল ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন কবি আব্দুল হাই শিকদার।

তিনি আরো বলেন, নজরুল হলো আমাদের ঘরের মানুষ।  যেখানে রবীন্দ্রনাথ হলো গরিবের ঘরের বেনারসি। সেখানে নজরুল হলো আমার মায়ের জায়নামাজ কিংবা আটপৌরে শাড়ি। কারণ বেনারসি শাড়ি সবসময় পরা হয়না কিন্তু আটপৌরে শাড়ি সর্বদায় পরতে হয়।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজন ‘নজরুল কেন জাতীয় কবি’ শীর্ষক আলোচনা সভায়   এসব কথা বলেন তিনি।

এতে বিভাগের প্রভাষক মাফরুজা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।

সভাপতির বক্তব্য দেন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মোঃ আশ্রাফুল করিম, অধ্যাপক ড. মো. জফির উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা, প্রভাষক  মোশরেফা বেগম মিসু প্রমুখ।

আলোচনাসভার শুরুতে কবি আব্দুল হাই শিকদার কে বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠানের শেষে কবিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. রিজাউল ইসলাম। অনুষ্ঠানের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে কবিকে বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সেমিস্টারে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

আরও পড়ুন:  শেখ রাসেলের জন্মদিনে মহানগর যুবলীগের দিনব্যাপী নানা কর্মসূচী পালন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১