আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:১৮

কফিনবন্দী মরদেহ এলো সিলেটি শ্যালক দুলাভাইয়ের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ণ
কফিনবন্দী মরদেহ এলো সিলেটি শ্যালক দুলাভাইয়ের

কুয়েতে তাবুর ভেতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। রোববার (৮ ডিসেম্বর) সকালে তাদের লাশ বাড়িতে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। মৃত্যু হওয়া প্রবাসীরা হলেন পৌর এলাকার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি শারীরিকভাবে অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন। ওই দিন কয়েছকে দেখাশোনার জন্য রাতে রাসেল সেখানে থেকে যান। মঙ্গলবার রাতে অতি ঠান্ডার কারণে তারা তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুমন্ত অবস্থায় পার্শ্ববর্তীরা তাদের লাশ উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। রোববার সকালে নিজ বাড়িতে লাশ আসলে দুপুর পৌনে ১২টায় কয়েছ মিয়াকে নরশিংপুর উত্তরের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে রাসেল আহমদের বাড়ি শাখারীকোনা গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদী আরব থেকে দেশে ফিরে ৩ মাস আগে কুয়েতে যান। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আর রাসেল আহমদ বিগত ৪ বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন:  করোনার উপসর্গ: মৃতের সংখা বাড়ছে মৌলভীবাজারে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১