জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যকরী গঠনের লক্ষ্যে শুক্রবার (১লা নভেম্বর) সন্ধা ৭টায় পৌর পয়েন্টে প্রেস ক্লাবের কার্যলায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা জগন্নাথপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটির জন্য ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, গোলাম সরোয়ার,জামাল উদ্দিন বেলাল, আমিনুর রহমান জিলু,হুমায়ুন কবির ফরিদী, এস এম ফরিদ,আমিনুর হক শিপন, হিফজুর রহমান তালুকদার জিয়া।
আলোচনা সভায়, ২১ নভেম্বরের মধ্যে জগন্নাথপুর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সদস্য অন্তর্ভুক্ত হওয়ার সময়সীমা বেধে দেয়া হয়। ২১ দিন পর জগন্নাথপুর প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐসময়ের মধ্যে উপজেলার সকল সাংবাদিকদের সদস্য হওয়ার জন্য আহবান জানান। আলোচনা সভায় সাংবাদিক গোবিন্দ দেব, বিপ্লব দেবনাথ, মো, আল আমিন, মিজানুর রহমান ও ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।