আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৫৮

পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে শাবির শাহপরান হলে বিভিন্ন উদ্যোগ

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ
পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে শাবির শাহপরান হলে বিভিন্ন উদ্যোগ

শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলের সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল প্রভোস্টবডি।

শুক্রবার (১ নভেম্বর) রাতে শ্যামল সিলেটকে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। তাই শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।

পরিকল্পনাগুলো হলো- ১) ব্লক ওয়াইজ স্পোর্টসের ব্যবস্থা করা, ২) ব্লক ওয়াইজ বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করা, ৩) হলে ধুমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা, ৪) ২ মাস পরপর শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করা, ৫) অভিযোগ বক্স রাখা, ৬) অত্যন্ত গরীব ও মেধাবীদের জন্য হল থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, ৭) হলের শিক্ষার্থীদের মধ্যে অনার্সে সর্বোচ্চ ফলাফলকারীকে বেস্ট অ্যাওয়ার্ড প্রদান (প্রভোস্টের পক্ষ থেকে) , ৮) বিভিন্ন কালচারাল ইভেন্টের ব্যবস্থা করা, ৯) শিক্ষার্থীদের পড়াশোনামুখী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, ১০) হলের অ্যালামনাই গঠন করা, এবং ১১) খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে সার্বক্ষণিক তদারকি করা ইত্যাদি।

আরও পড়ুন:  শুক্রবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১