আজ বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৮:১৫

যুক্তরাজ্যে গঠিত হলো হেফাজতে ইসলামের ১০১ সদস্যের নতুন কমিটি

প্রবাস ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যে গঠিত হলো হেফাজতে ইসলামের ১০১ সদস্যের নতুন কমিটি

যুক্তরাজ্যে গঠন করা হয়েছে হেফাজতে ইসলামের ১০১ সদস্যের নতুন কমিটি। গত রবিবার (৬ অক্টোবর) হেফাজতে ইসলাম যুক্তরাজ্য শাখা গঠিত হয়েছে। সারা দেশের বিভিন্ন শহর থেকে নির্বাচিত প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত মজলিসে শুরার সভায় সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের সহ আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবদুল কাদির সালেহ, ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া ও মাওলানা ফয়েজ আহমদের আহবানে বৃটেনের উলামায়ে কেরাম মজলিসে শুরার এ সভায় যোগদান করেন।

এর পূর্বে আন্তর্জাতিক বিভাগের সম্পাদকগণ বিভিন্ন শহর সফর করে উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করে স্থানীয় শুরা প্রতিনিধি ও সমন্বয়ক মনোনীত করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে এবং হেফাজতে ইসলামের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত শুরা সদস্যগন বিস্তারিত আলোচনার মাধ্যমে গোপন ব্যালটে তাঁদের রায় ব্যক্ত করেন এবং গুরুত্বপুর্ণ সব পদ উক্ত বৈঠকেই নির্ধারিত হয়।

শুরুতেই স্বাগত বক্তব্যে অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ উপস্থিত সকল শুরা সদস্যগনকে ইলামী গণজাগরনকে তরান্বিত করার লক্ষ্যে দূরদূরান্তের বিভিন্ন শহর থেকে আগমন করায় ধন্যবাদ জানান। তিনি শাপলা চত্বরে শহীদান, মোদিও মূর্তি বিরোধী আন্দোলন সহ জুলাই গণ অভূত্থানে শহীদ সকল শহীদানের সর্বোচ্চ মাকাম কামনা করে আওয়ামী সরকারের শাসনামলে সকল গণ হত্যার তদন্ত ও বিচারের জন্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দায়িত্ব গ্রহন কালে হেফাজতের যুক্তরাজ্য শাখার নব নির্বাচিত সভাপতি মুফতি আব্দুর রহমান মনোহরপূরী বলেন, মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষন ও দ্বীন ইসলামের মর্যাদা ও স্বার্থবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনগনের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

পরবর্তিতে গত ৯ অক্টোবর খুসুসী সভায় কমিটির অন্নান্য পদ সহ সর্ব সম্মতিক্রমে নিম্নের পদাবলি বন্টিত হয়ে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। নিম্নে পদ উল্লেখপুর্বক সকল সদস্যের নাম লিপিবদ্ধ করা হল:

আরও পড়ুন:  রামাযানের শেষ দশকের বিশেষ আমল

প্রধান উপদেষ্টা: শায়খ মাওলানা আসগর হোসাইন।

উপদেষ্টা মন্ডলিরা হলেন-
শায়খ মুফতি আব্দুল হান্নান
হাফিজ মাওলানা শামসুল হক
শায়খ মাওলানা তরিকুল্লাহ
মাওলানা মুফতি জিল্লুল হক (লুটন)
অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ
মাওলানা এখলাসুর রহমান (বারমিংহাম)
শায়খ মাওলানা সৈয়দ ইমাম উদ্দীন (সান্ডার ল্যান্ড)
মাওলানা ফরিদ আহমদ খাঁন (নিউপুর্ট)
মাওলানা আব্দুল জালিল (ব্রাডফোর্ড)
শায়খ মাওলানা এহইয়া (ওল্ডহাম)
মাওলানা আব্দুল আযিয সিদ্দিকি (মিলটন কিংস)
মাওলানা হামিদুর রহমান হেলাল (নিউ কাসল)
হাফিজ মাওলানা তাসাদ্দুক আহমদ (কিডির মিনিস্টার)
মাওলানা শামসুদ্দীন (বারমিংহাম)
মাওলানা হারিসুদ্দীন (লন্ডন)
মাওলানা আবু সাইদ কামালী (শেফিল্ড)
ক্বারি মাওলানা আব্দুল হাফিজ
মাওলানা শওকত আলী
হাফিজ জালাল আহমদ (ব্রার্ডফোর্ড)
ক্বারি আব্দুল মুকিত আযাদ (বার্মিংহাম)
মাওলানা সাইদ আলি (দশঘরী)

সভাপতি:
০১) শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান (মনুহরপুরি)

সহ সভাপতিরা হলেন-
০২) ড. মাওলানা শোয়াইব আহমদ
০৩) মুফতি সাইফুল ইসলাম
০৪) মাওলানা রেজাউল হক
০৫) মাওলানা ফয়েজ আহমদ
০৬) মাওলানা সাদিকুর রহমান
০৭) মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী
০৮) মুফতি আব্দুল মুন্তাক্বিম
০৯) মুফতি মাওসুফ আহমদ
১০) মাওলানা সৈয়দ আশরাফ আলী
১১) মাওলানা আব্দুর রব (সারে)
১২) আলহাজ মাওলানা আতাউর রহমান
১৩) মুফতি আব্দুল মালিক
১৪) মুফতি হাবিব নুহ
১৫) মুফতি তাজুল ইসলাম
১৬) মাওলানা আব্দুর রব ফয়জি
১৭) মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জি
১৮) হাফিজ আব্দুল কাদির (লন্ডন)
১৯) মাওলানা আব্দুস সালাম
২০) হাফিজ মাওলানা ইকবাল হুসাইন
২১) মাওলানা কমর উদ্দীন
২২) মুফতি জুনায়েদ আহমদ
২৩) মুফতি ফখর উদ্দীন
২৪) মাওলানা আবু তাহের ফারুকী
২৫) মাওলানা মামনুন মহিউদ্দিন
২৬) হাফিজ মাওলানা সালেহ আহমদ
২৭) মাওলান মাহবুব তালুকদার
২৮) মাওলানা শাহ আমিনুল ইসলাম
২৯) মাওলানা নুরে আলম হামিদি
৩০) হাফিজ হুসাইন আহমদ (বিশ্বনাথী)
৩১) হাফিজ মাওলানা সাদিকুর রহমান (ফোর্ডস্কয়ার)

আরও পড়ুন:  নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খসরুর মাতৃবিয়োগ

জেনারেল সেক্রেটারি:
৩২) মাওলানা গোলাম কিবরিয়া

জয়েন্ট সেক্রেটারি:
৩৩) মাওলানা সৈয়দ তামিম আহমদ

এসিসটেন সেক্রেটারিরা হলেন-
৩৪) মাওলানা জসিম উদ্দীন
৩৫) মাওলানা এনামুল হাসান সাবির
৩৬) মুফতি সালেহ আহমদ
৩৭) মাওলানা আব্দুল করিম (মামরখানি)
৩৮) মাওলানা সাদিকুর রহমান (ওল্ডহাম)

সাংগঠনিক সম্পাদক
৩৯) মাওলানা সৈয়দ নাইম আহমদ

সহ সাংগঠনিক সম্পাদকরা হলেন-
৪০) মাওলানা মিসবাহুজ্জামান হেলালি (লন্ডন)
৪১) মাওলানা সাদিকুর রহমান (লিডস)
৪২) মাওলানা আব্দুল কাইয়ুম কামালি (ওল্ডহাম)
৪৩) মাওলানা আখতারুজ জামান (নিউ কাসল)
৪৪) মাওলানা আতাউর রহমান জাকির

অর্থ সম্পাদক:
৪৫) হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন

সহকারি অর্থ সম্পাদক হলেন
৪৬) হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন
৪৭) হাফিজ রশিদ আহমদ

প্রচার সম্পাদক:
৪৮) মাওলানা আব্দুল বাছিত

সহ প্রচার সম্পাদকরা হলেন-
৪৯) মাওলানা মুখলিসুর রহমান (নিউ কাসল)
৫০) মুফতি শাহ আবু বকর
৫১) হাফিজ মনজুরুল হক
৫২) হাফিজ মাওলানা ওয়ালিউর রহমান
৫৩) মাওলানা দিলোয়ার হোসেন

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পদক:
৫৪) হাফিজ মাওলানা এনামুল হক

সহকারি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদকরা হলেন-
৫৫) মাওলানা নুফাইস আহমদ (বরকতপুরি)
৫৬) মাওলানা আশফাকুর রহমান
৫৭) মাওলানা তায়িদুল ইসলাম

যুব বিষয়ক সম্পাদক:
৫৮) আলহাজ জামিল বদরুল

সহকারি যুব বিষয়ক সম্পাদকরা হলেন-
৫৯) হাফিজ ওয়ালিদুর রহমান
৬০) আব্দুল করিম উবায়েদ
৬১) মাওলানা নাজমুল হাসান
৬২) হাফিজ মাওলানা খালেদ আহমদ

আইন বিষয়ক সম্পাদক
৬৩) ব্যারিস্টার মাওলানা বদরুল হক

সহকারি আইন বিষয়ক সম্পাদক হলেন-
৬৪) ব্যারিস্টার মাওলানা হাবিবুল্লাহ
৬৫) মাওলানা আনিসুর রহমান

সমাজ কল্যাণ সম্পাদকরা হলেন-
৬৬) মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ (রচডেল)

সহ সামাজ কল্যাণ সম্পাদক:
৬৭) মাওলানা হিফজুল কারিম মাসুক (লেস্টার)
৬৮) মাওলানা আওলাদ হুসেন (ওল্ডহাম)
৬৯) মাওলানা নোমান উদ্দিন (কেম্ব্রীজ)

নির্বাহি সদস্যরা হলেন-
৭০) মাওলানা সৈয়দ মুশাররফ আলী
৭১) হাফিজ মাওলানা নাযির উদ্দিন
৭২) মাওলানা শাহনুর মিয়া
৭৩) আ ফ ম শুয়াইব আহমদ
৭৪) মাওলানা আব্দুল কাইয়ুম মাদানি
৭৫) মাওলানা হুসাইন আহমদ
৭৬) মাওলানা জাহাঙ্গির খাঁন
৭৭) মাওলানা মুসলেহ উদ্দিন
৭৮) মাওলানা আব্দুল মজিদ
৭৯) মাওলানা রশিদুর রহমান মাসুক
৮০) হাফিজ মাওলানা ফেরদাউস (লুটন)
৮১) মাওলানা সাদিকুর রহমান (লুটন)
৮২) মাওলানা মুহিবুর রহমান মাছুম
৮৩) মাওলানা মুখতার হুসাইন
৮৪) মাওলানা শামসুল হক (ব্রাডফোর্ড)
৮৫) মাওলানা উবায়দুল হক (ব্রাডফোর্ড)
৮৬) মুফতি বুরহান উদ্দীন (লন্ডন)
৮৭) মাওলানা নোমান হামিদি
৮৮) মুফতি মাসরুর আহমদ বুরহান (লুটন)
৮৯) মাওলানা আব্দুল আহাদ
৯০) মাওলানা সাইফুর রহমান (লন্ডন)
৯১) হাফিজ তৈয়বুর রহমান (লুটন)
৯২) মুফতি সৈয়দ রিয়াজ আহমদ
৯৩) মাওলানা শামসুল আলম কিয়ামপুরি
৯৪) ক্বারি মাওলানা মুদ্দাসসির আনওয়ার
৯৫) মাওলানা নাবিল আহমদ
৯৬) হাফিজ মাওলানা নাসির উদ্দিন
৯৭) মুফতি আব্দুর রাজ্জাক
৯৮) মাওলানা আব্দুল হাই আলহাদি
৯৯) মাওলানা আবুল কালাম
১০০) হাফিজ মাওলানা ইলয়াছ আহমদ
১০১) মওলানা মহিউদ্দিন খাঁন

আরও পড়ুন:  যাদের ওপর রোজা ফরজ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০