আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:২২

উপজেলা নির্বাচন ২০২৪: দক্ষিণ সুরমায় আলোচনায় নতুন মুখ আব্দুস সামাদ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ণ
উপজেলা নির্বাচন ২০২৪: দক্ষিণ সুরমায় আলোচনায় নতুন মুখ আব্দুস সামাদ

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা।তবে বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায় দক্ষিণ সুরমা উপজেলায় আলোচনার শীর্ষে রয়েছেন আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সামাদ।

সাবেক মেধাবী ছাত্রনেতা সামাদ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল লস এঞ্জেলেস বাংলা টাইমস পত্রিকার সিইও ও প্রকাশক।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে সিলেটের অন্যান্য এলাকার প্রার্থীদের ন্যায় দক্ষিণ সুরমার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে।তবে গোটা উপজেলা জুড়ে প্রচার প্রচারনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন আব্দুস সামাদ ।

আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামাদ ছাত্রজীবন থেকে একজন সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত। এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আবদুস সামাদের অবদান সর্বাগ্রে। বিগত করোনাকালীন সময় দেশ-বিদেশে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি তার নিজ অবস্থান থেকে সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে রয়েছেন। একজন নিখাদ সমাজসেবী হিসেবে আব্দুস সামাদ এলাকাবাসীর প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন।

ইতোমধ্যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরন এর মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেছেন তিনি। গত শুক্রবার থেকে ধারাবাহিক প্রচারণা ও জনসংযোগে ইতিমধ্যে তার সাথে যুক্ত হয়ে প্রচারণায় নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সাধারণ ভোটাররা জানান, প্রচার-প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন মুখ, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুস সামাদ।

একান্ত আলাপকালে জানান, সমাজ সেবা করতে হলে ভালো মানুষের প্রয়োজন হয়, সমাজে ভালো মানুষের সংখ্যা বৃদ্বি করতে সামাজিক কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। সামাজিক মনমানসিকতা সম্পন্ন মানুষকে নিয়ে সুন্দর সমাজ গঠন সম্ভব।
আমি দলমত নির্বিশেষে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা পেলে এ উপজেলাকে একটি আদর্শ উপজেলায় পরিনত করতে পারবো ইনশাআল্লাহ। তিনি উপজেলাবাসীর সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আরও পড়ুন:  জৈন্তাপুরে পিআইবি'র ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১