
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পিপিপি প্রজেক্টের উদ্যোগে CEA এবং PGI- ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিলেট রেড ক্রিসেন্টে ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনিবার্হী সদস্য শান্ত দেব এবং সব্যসাচী দেব রায়, আজীবন সদস্য জনাব মুফতি আব্দুল কাদির, ট্রেইনার জাতীয় সদর দপ্তর সহকারী পরিচালক (এইচ আর) এবং PGI ফোকাল ফারজানা আক্তার, CEA অফিসার হুমাইরা মমতাজ এবং যুব প্রধান পলাশ গুন, আরও উপস্থিত ছিলেন PPP field Officer মোঃ মতলেবুর রহমান, EPPR Field officer এবি এম মোয়াজ্জেম হোসেন,,ফাইনান্স অফিসার (পিপিপি)বিজয় কুমার মহ্নত, ইউনিট যুব কার্যকারী সদস্য আনিকা নাছরিন, পিপিপি প্রজেক্টের কমিউনিটি অর্গানাইজার আক্তারুজামান আক্তার,রানা প্রতাপ রায়, পিপিপি প্রজেক্টের আওতাদিন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যবৃন্দ।