আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫০

আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত শ্যামল সিলেট ফ্যামিলি নাইট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ণ
আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত শ্যামল সিলেট ফ্যামিলি নাইট

ছবি: দৈনিক শ্যামল সিলেটের সৌজন্যে।

নতুন শতাব্দীর দৈনিক শ্যামল ও নিউজক্লিক বিডি’র বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেলো ফ্যামিলি নাইট। শনিবার রাতে ফ্যামিলি নাইট উপলক্ষে নগরীর মীরাবাজারে পত্রিকা কার্যালয় ছিল অতিথিদের কলরবে মুখর। রাজনীতিবিদ,আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পত্রিকা কার্যালয়ে।

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্লিক বিডির সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত অতিথিদের স্বাগত জানান।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য ও বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ-ইনক এর সাবেক ৩ বারের সভাপতি আজিমুর রহমান বুরহানসহ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত হন আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, অ্যাডভোকেট মাসরুর চৌধুরী শওকত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সাহেল আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, মীরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়েজ আহমদ দৌলত, ব্যবসায়ী নাজিম উদ্দিন লস্কর, সিলেট সিটি করপোরেশনে প্রধান বর্জ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবেদীন ও জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরী রণি, আনোয়ারুজ্জামানের সহকারি আকদ্দুছ, প্রটোকল অফিসার আমজাদ হোসেন, ব্যবসায়ী নাজিম উদ্দিন, ব্যবসায়ী সোহেল আহমদ প্রমুখ।

শ্যামল সিলেট পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, চিফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারি সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, চিফ ফটোগ্রাফার মাহমুদ হোসেন, স্টাফ ফটো সাংবাদিক আবু বকর, স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী, স্টাফ ফটো সাংবাদিক আজমল আলী, স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু ও রুমান আহমদ চৌধুরী, কম্পিউটার ইনচার্জ মিলন তালুকদার, বিজ্ঞাপন ব্যবস্থাপক শিব্বির আহমদ, সহকারি বিজ্ঞাপন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, সুমন আহমদ, শ্যামল সিলেট প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ব্যবস্থাপক মো আসনাত উদ্দিন জাহিন, ফটো সাংবাদিক রেজা রুবেল, নাহেদ আহমদ।

আরও পড়ুন:  হজে মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-স্টুডেন্ট ইউনিটির আহ্বায়ক বদরুল আজাদ রানা, সদস্য আতিকুর রহমান চৌধুরী লাভলু, এনাম আহমদ, শাহেদুর রহমান পিন্টু, ল কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিলাল উদ্দিন শিপু।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসী ব্যক্তিত্ব আজিমুর রহমান বুরহান ও বাংলা একাডেমির ফোকলোর সাহিত্য পুরস্কারে ভূষিত প্রথম আলোর সুমন কুমার দাসকে শ্যামল সিলেট পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুল হাতে দিয়ে তাদের বরণ করে নেন মেয়র আনোয়ারুজ্জামানসহ অতিথিবৃন্দ। এরপর ফ্যামিলি নাইট উপলক্ষে আপ্যায়নে অংশ নেন অতিথিবৃন্দ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০